Habib Wahid - Premer Khela Lyrics | A1lyrics

Habib Wahid - Premer Khela Lyrics
Premer Khela Lyrics

Check out the song lyrics of "Premer Khela" by 'Habib Wahid'


মন ভাঙ্গিলে, কাঁদিস না রে মন
মন পাখিরে বুঝাবি তুই কি এখন।

কত ছলনা দেখলি রে মন
আর কোনোদিনও দুঃখ নেব না এমন,
যার লাগিয়া করলি জীবন ভর
সেই মানুষটা হয় যদি পর,
প্রেমের খেলা খেলতে কি মনে রয় ..
এক জীবনে এত কাঁদন কি সয়
আরে, এক জীবনে এত কাঁদন কি সয়।

চক্ষু থাকিতে অন্ধ রইলি
নিজের কাছে নিজেই হারলি,
হো.. চক্ষু থাকিতে অন্ধ রইলি
নিজের কাছে নিজেই হারলি,
সব গাছে কি ফল হয় ?
এ তো নয় কোন পরাজয়,
মনের ভেতর মন না গেলে
প্রেমের কি মূল্য রয়।

যার লাগিয়া করলি জীবন ভর
সেই মানুষটা হয় যদি পর,
প্রেমের খেলা খেলতে কি মনে রয় ..
এক জীবনে এত কাঁদন কি সয়
আরে, এক জীবনে এত কাঁদন কি সয়। Officially posted on: A1lyrics

Post a Comment

0 Comments